প্রতিষ্ঠানের ইতিহাসঃ
যুদ্বপুর্ববর্তী তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার সদর থানার চরপাড়া মহাদেবপুর গ্রামে অবহেলিত জনপদে অত্র এলাকার সাধারণ মানুষের মনে শিক্ষার গুরুত্ব উপলব্ধি হওয়ার ,তাদের মনে শিক্ষার প্রদীপ প্রজ্জলনের জন্য প্রাথমিক ভাবে ১৯৬৩ খ্রীঃ তারিখে চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়।
এরপর ১৯৬৯খ্রীঃ তারিখ হতে চুড়ান্ত ভাবে চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়।
এলাকা বাসির সহযোগীতায় ০১/০৬/১৯৭২খ্রীঃ তারিখে বিদ্যালয়টি বোর্ডের প্রথম স্বীকৃতি লাভ করে, বিদ্যালয়টি ১৯৮৪খ্রীঃ তারিখে প্রথম এমপিও ভুক্ত হয়। ০১/০১/১৯৮৯খ্রীঃ তারিখ হতে মাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে, বর্তমানে বিদ্মাযালয়টি ধ্যমিক হিসাবে এম,পি,ও ভূক্ত।
বিদ্যালয়টির মোট জমির পরিমান - ১.৩৩ (এক একর তেত্রিশ শতাংশ)। বিদ্যালয়টিতে একজন প্রধান শিক্ষক,একজন সকারী প্রধান শিক্ষক সহ মোট শিক্ষক সংখ্যা- ১৫ জন,কর্মচারীর সংখ্যা- ০৭ জন।সকলেই এমপিও ভুক্ত। বিদ্যালয়টিতে একটি দুতলা ভবন, একটি এক তলা ভবন,তিনটি হাফ বিল্ডিং ও একটি টিন সেট ঘর রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে মানবিক শাখার পাশাপাশি"বিজ্ঞান,বানিজ্য,কম্পিউটার,কৃষি,হিন্দুধর্ম সহ শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদিত ৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণীতে একটি করে পৃথক শ্রেণী শাখা খোলা রয়েছে। বিদ্যালয়টিতে একটি আইসিটি ল্যাব,পৃথক পাঠাগার,বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ বিদ্ধমান রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা- ৩৪২ জন।