বিসমিল্লাহির রাহমানির রাহীম

বাণী


প্রধান শিক্ষক
মোহাম্মদ মোস্তফা কামাল
চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়

শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে।শিক্ষার উদ্দেশ্য হল শিক্ষার্থীর আচরণের ইতিবাচক পরিবর্তন সাধন করা বা শিক্ষার্থী মধ্যে কাঙ্খিত ও বাঞ্চিত আচরণিক পরিবর্তন আনয়ন করা যার মাধ্যমে পরিবার,সমাজ,দেশ ও জাতি উপকৃত হয়। শিক্ষাদান প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্ঠার মাধ্যমে অশিক্ষার অন্ধকার দূর করে সমাজে আলোকিত মানুষ তৈরী করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।

চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয়টি নেত্রকোণা জেলার সদর উপজেলায় রৌহা ইউনিয়নে, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সহায়তায় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৭২ খ্রিস্টাব্দে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে, ১৯৮৪ সালে প্রথম এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়টি ১৯৮৯ খ্রিস্টাব্দে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শিক্ষা মন্ত্রনালয় অনুমোদন প্রদান করে, এবং ১৯৯৩ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এম পি ও ভুক্ত হয়। বিদ্যালয়টিতে বর্তমানে ৬ষ্ঠ,৭ম,৮ম ও ৯ম শ্রেণিতে অতিরিক্ত শ্রেণি শাখা সহ বিজ্ঞান,বানিজ্য,কৃষি,কম্পিউটার ও হিন্দু ধর্ম শাখা খোলা রয়েছে।তাছাড়া বিদ্যালয়টিতে একটি আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাশরুম, পৃথক পাঠাগার বিদ্যমান।

বিদ্যালয়টি সুদক্ষ পরিচালনা কমিটির দ্বারা পরিচালিত হয়ে আসছে। শিক্ষাবান্ধব পরিবেশ বিদ্যমান থাকায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠায় উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান গুলোর মধ্যে স্কুলটি তার আসন করে নিতে সক্ষম হয়েছে।বর্তমানে বিদ্যালয়টিতে আমি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ,মোট সতের জন সহকারি শিক্ষক ,একজন অফিস সহকারি, একজন কম্ওপিউটার ল্যাব অপারেটর সহ পাচ জন চতুর্থ শ্রেণির কর্মচারি রয়েছে। সকলেই এমপিও ভূক্ত।

বিশ্বায়নের এ যুগে শিক্ষার কোন বিকল্প নেই। তবে সেই শিক্ষা হতে হবে বাস্তব সম্মত, মানসম্পন্ন ও তথ্য-প্রযুক্তি নির্ভর। চরপাড়া মহাদেবপুর উচ্চ বিদ্যালয এই প্রয়াসে অর্থাৎ সরকারের যে ভিশন দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা এবং সর্বোপরি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা এ দৃষ্টিকোণকে আমরা স্বাগত জানাই এবং একাত্বতা ঘোষণা করে প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়েই আমরাও আমাদের প্রতিষ্ঠানটিকে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে চাই।

আমি প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের পক্ষে অত্র এলাকার শিক্ষানুরাগী, সমাজ সেবক, ছাত্র-অভিভাবক,শিক্ষক ও সকল শ্রেণীর মানুষের সহযোগিতার হাত প্রসারিত করার আকুল মিনতি জ্ঞাপন করছি।
প্রধান শিক্ষক।
— ধন্যবাদ—


- মোহাম্মদ মোস্তফা কামাল